আর কত অত্যাচার সইবে রোহিঙ্গারা ?

কলম পত্রিকাতে প্রকাশিত আমার একটি অভিমত :- (৬ই  সেপ্টেম্বর , ২০১৭; পৃষ্ঠা ৪ ) লিংক 

                     ২০১২ সালে মায়ানমারের রাখাইন প্রদেশে শুরু হওয়া রাষ্ট্রীয় মদতে বৌদ্ধ সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত রোহিঙ্গা - বিরোধী দাঙ্গায় হাজার হাজার মুসলিম নরনারী, শিশু, বৃদ্ধ - বৃদ্ধা খুন হয়েছে , মেয়েরা নির্যাতিত - ধর্ষিত হচ্ছে প্রতিনিয়ত । বর্বর এই হত্যালীলা বর্তমানে চরম পর্যায়ে পৌঁছেছে । এ পর্যন্ত প্রায় ১৫ লক্ষ রোহিঙ্গা মুসলিম জন্মস্থান বসতবাড়ি থেকে উচ্ছেদ হয়ে বিভিন্ন দেশের উদ্বাস্তু শিবিরে মানবেতর জীবনযাপন করছেন । কিন্তু বিশ্ববিবেক এখনও সেভাবে জেগে উঠছে না । ইরাকের কুর্দিদের বাঁচানোর জন্য কিংবা সাদ্দাম হোসেন পরমাণু বোমা বানাচ্ছেন এই অজুহাতে আমেরিকার নেতৃত্বে ন্যাটো জোট বুনো ষাঁড়ের মতো ইরাকের উপর ঝাঁপিয়ে পড়েছিল । সিরিয়ায়  রাসায়নিক অস্ত্র খুঁজতে নেমে পড়ে, সন্ত্রাসী জঙ্গি নির্মূল করতে আফগানিস্তানে টন টন বোমাবর্ষণ করে, ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে তারা । কিন্তু উত্তর কোরিয়া যখন একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে , পরমাণু বোমা , হাইড্রোজেন বোমা ফাটাচ্ছে কিংবা শান্তি নোবেলজয়ী গণতন্ত্রী মায়ানমারের রাষ্ট্রপ্রধান আং সান সু কি মুসলিম নিধন দেখেও কিছু না বলে চুপ করে আছেন , তখন কিন্তু নির্বিকার হয়ে রয়েছে তথাকথিত এই বিশ্ববিবেক ।


            
                    ভালো লাগলে কমেন্ট করুন । অন্যকে জানাতে শেয়ার করুন । আরো আপডেট পেতে আমার ব্লগ কে সাবস্ক্রাইব  করুন ।  টুইটারে আমাকে  ফলো  করুন  ।

Comments

Popular posts from this blog

Solution To Rohingya Crisis

What's Modi's Thinking and Reality ?

Want Job, not Statue !