Posts

Showing posts from January, 2020

Are We Approaching Towards The Final World War?

পৃথিবী কি তৃতীয় নয়, সর্বশেষ বিশ্ব যুদ্ধের দিকে এগোচ্ছে? ইরানের প্রসঙ্গ উঠলে পারস্যের সঙ্গে  গ্রিসের ম্যারাথন যুদ্ধের কথা মনে পড়ে যায়। প্রাচীন সমরপটু দুর্ধর্ষ পারসিকরা গ্রিক বা অন্যান্য দেশের সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই যুদ্ধে জয়লাভ করত এবং তারা সুশাসকও ছিলেন। কিন্তু সেবার 490 খ্রীষ্ট পূর্বাব্দে ম্যারাথন যুদ্ধে পারসিকরা গ্রিসের কাছে হেরে গেল। আর সেই যুদ্ধ জয়ের সংবাদ ফিডিপাইডেস ( Phidippides ) নামক গ্রিক সৈনিক প্রায় 25 মাইল দৌড়ে গিয়ে উদ্বিগ্ন এথেন্সবাসীর কাছে পৌঁছে দেন এবং এই সংবাদ দেওয়ার পর সেখানে হাঁটুগেড়ে বসে পড়েন আর সেখানেই প্রাণ ত্যাগ করেন ।আর অপরপক্ষে আমেরিকার কথা উঠলে মনে পড়ে যায় জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে 1783 খ্রীষ্টাব্দের আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কথা। একটা পরাধীন জাতি প্রচন্ড লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সেদিন প্রবল পরাক্রমশালী ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের হঠিয়ে দিয়েছিল। জর্জ ওয়াশিংটনে র ঠান্ডা মস্তিষ্ক ও প্রখর বাস্তব বুদ্ধির জন্য সেদিন ইংরেজ সেনাপতি বারগোয়েন পরাস্ত হয়েছিলেন। তার পরবর্তী আমেরিকার ইতিহাস আমাদের সকলের জানা। আমেরিকা সমগ্র বিশ্বের জ্ঞানীগুণী, বিজ্ঞানী