প্রসঙ্গতালাক ও কিছু কথা
প্রসঙ্গতালাক ও কিছু কথা কেন্দ্রে বিজেপি জোট সরকার দ্বিতীয় বারের জন্য কায়েম হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইস্যুতে দলিত ও সংখ্যালঘু মুসলিমদের উপর ধারাবাহিকভাবে অসহিষ্ণুতার আঘাত নেমে আসছে । দলিত ও মুসলিমদের নানা স্থানে পিটিয়ে হত্যা , বাবরি মসজিদের স্থানে বিতর্কিত রামমন্দির নির্মাণ , গো-রক্ষা , শিক্ষাক্ষেত্রে গৈরীকরণের পর এবার মুসলিম সমাজের তালাক নিয়ে বিচার ব্যাবস্থার উপর প্রভাব খাটানো শুরু হয়েছে । আর অত্যন্ত সুকৌশলে এই সুড়সুড়িটা ( প্ররোচনা ) দেওয়া হচ্ছে মুসলিম সমাজের মধ্যে লিঙ্গ বৈষম্য সৃষ্টি করে বিভাজন তৈরি করার উদ্দেশ্যে , যা কিনা ' ডিভাইড এন্ড রুল ' পলিসির নামান্তর । ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ সরকার এই বিভেদ নীতির দ্বারা দেশভাগ করেছিল , ইহুদি লবি ও পশ্চিম বিশ্বের চক্রান্তে ও পৃষ্ঠপোষকতায় এইরকম বিভেদনীতির দরুন মধ্যপ্রাচ্যসহ সমগ্র মুসলিম বিশ্বে শিয়া-সুন্নি দ্বন্দ্ব ও সন্ত্রাসী কার্যকলাপ প্রকটতর...