Posts

Showing posts from October, 2019

Linguistic Terrorism in India

ভারতে নয়া সন্ত্রাস 'ভাষা সন্ত্রাস': সৌজন্যে ভারতীয় জনতা পার্টি ও আর. এস. এস  বাঙালি হিন্দুদের সবচেয়ে বড়ো উৎসব শারদ উৎসবকে কেন্দ্র করে যখন এই বাংলায় একটা আনন্দময় পরিবেশ ফুটে উঠছে, হিন্দু - মুসলিম সকলে মিলে যখন একটা সম্প্রীতির বাতাবরনে সেই আনন্দ উপভোগ করার প্রস্তুতি নিতে শুরু করেছে ঠিক এমন একটা সময়ে গত 1 অক্টোবর মঙ্গলবার কলকাতায় এসে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ হুংকার ছাড়লেন, এন আর সি ইস্যুতে মুসলিম ছাড়া অন্যদের দেশ ছাড়তে হবে না। অর্থাৎ জাতীয় নাগরিক পনজীর,Nation Register of Citizens - এর বিষয় নিয়ে তিনি মুসলিমদের আতংকগ্রস্ত করে হিন্দুদের সাথে অবশিষ্ট অন্যান্য ধর্মীয় সম্প্রদায় যথা বৌদ্ধ, জৈন ও খ্রিস্টানদের আশ্বস্ত করে গেলেন। প্রকাশ্যে তিনি মুসলিমদের বিরুদ্ধে এমন কুরুচিপূরন কুবাক্য বলে বাংলায় এসে পন্ডিত ঈশ্বরচনদরো বিদ্যাসাগরের দ্বিশতবরষে তার আপ্তবাক্য, 'কখনো কুবাক্য বলিও না' অমান্য করে তিনি শুধু পন্ডিত মশাইকে অপমান করলেন না,সেইসঙ্গে ভারতীয় সংবিধান, সংস্কৃতি ও গনতন্ত্রকে অপমান করে নিজ পদের অমর্

Jammu-Kashmir and Article 370

জম্মু ও কাশ্মীর এবং ৩৭০ ধারা  গত ৫ই আগস্ট সোমবার কাশ্মীরের মানুষের বিশেষ মর্যাদা দানকারি ৩৭০ ধারা প্রত্যাহারের সরাসরি বিরোধিতা করে ভারতীয় জাতীয় কংগ্রেস, বামফ্রন্ট ও ডি এম কে শিবির ।অপরপক্ষে TMC-সহ অন্যান্য বিরোধী দলগুলো সরাসরি ৩৭০ ধারা বাতিল এবং কাশ্মীরকে ভেঙে দুটি আলাদা কেন্দ্রশাসিত অনচল লাদাখ এবং কাশ্মীর করার পদ্ধতিগত ত্রুটি নিয়ে সমালোচনা করেছে ।অর্থাৎ পক্ষান্তরে তারাও এই ৩৭০ ধারা বাতিলকে সমর্থন করছেন ।এমনকি জাতীয় কংগ্রেসের একটা অংশ এই ৩৭০ ধারা বাতিলকে বিরোধীতা করতে কুন্ঠাবোধ করছেন। তবে সমালোচনার অবকাশ থাকলেও একথা বলা অত্যুক্তি হবে না যে পূর্বে জাতীয় কংগ্রেসের শাসনামলে ভারতে জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ, সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্ম নিরপেক্ষতা এবং সাধারণ মানুষের বিভিন্ন দাবি - দাওয়া ও অধিকার সংক্রান্ত পরিভাষাগুলো পাঠ্যপুস্তক, পত্র পত্রিকা, খবরের কাগজ ও অন্যান্য মিডিয়াতে প্রতিফলিত হতো এবং এইসবের চর্চা বা অনুশীলন চলতো। সেদিন ভারতের মূল সুর ছিল, ' Unity in diversity' অর্থাৎ বৈচিত্রের মধ্যে ঐক্য ।আর আজ হিন্দুত্ববাদী RSS নিয়ন্ত্রিত নরেন্দ্র মোদী পরিচালিত এন ডি এ তথা BJP