Posts

Showing posts with the label রোহিঙ্গারাও মানুষ !

রোহিঙ্গারাও মানুষ !

Image
 রোহিঙ্গারাও মানুষ !                      সম্প্রতি আমি আমার এক বন্ধুর মোবাইল ফোনে ইউটিউব ( লিংক : https://goo.gl/MboSqY ) ভিডিওতে দেখছিলাম : জঙ্গলের মধ্য দিয়ে বহমান এক নদীর ধারে চরতে থাকা একপাল বুনো ষাঁড়ের দল থেকে একটাকে পায়ে কামড়ে ধরে এক কুমির জলে টেনে নামানোর প্রচন্ড চেষ্টা চালাচ্ছে, আবার মাঝে মাঝে জলে নামিয়েও আনছে । কিন্তু তার পরমুহূর্তে ষাঁড়টাও আবার পায়ে কামড়ে ধরে থাকা অবস্থায় কুমিরটাকেও ডাঙায় তুলে আনছে । দীর্ঘক্ষণ ধরে এই খাদ্য - খাদকের লড়াই এবং বাঁচার লড়াই চলতে থাকলো । তবে শেষ পর্যন্ত বাঁচার লড়াই জয়লাভ করলো । কারণ, ত্রাতার ভূমিকায় এসে পড়লো এক প্রকান্ড জলহস্তী । জলহস্তীটি কিন্তু মানুষের মত বিবেক - বুদ্ধি সম্পন্ন প্রাণী নয় , তবুও সে ষাঁড়ের কষ্ট সহ্য করতে না পেরে কুমিরকে মাথা দিয়ে এমন একটা বজ্রাঘাত হানলো যে , কুমির শেষ পর্যন্ত ষাঁড়টাকে ছেড়ে দিতে বাধ্য হলো , আর ষাঁড়টা খোঁড়াতে খোঁড়াতে জঙ্গলের মধ্যে নিজ বাসভুমিতে চলে গেল ।                ...