Posts

Showing posts from September, 2017

Solution To Rohingya Crisis

Image
" Freedom's battle once begun , Bequeath'd by bleeding sire to son , Though baffled oft, is ever won . " - Lord Byron                        The terrible atrocities and mass killing  against the Rohingya (Arakanian) Muslims have reached on its climax. So it is the demand of time that the free and independent Arakan land is the only solution for the decades long Rohingya Problem. It is because the Rohingya's citizenship has been denied and over 15 lakh Rohingya are forced to leave their motherland and they do not want to return their home land if their lives and properties are guaranteed. In social media and throughout the internet many of us have seen so many pathetic images and videos of Rohingya's where they have been killed brutally with the help of sword, dagger and many other kind of arms and weapons. And even their limbs were amputated one after another and burnt in their living condition. All of these cruelties have been done by th

প্রসঙ্গতালাক ও কিছু কথা

  প্রসঙ্গতালাক ও কিছু কথা                             কেন্দ্রে বিজেপি জোট সরকার দ্বিতীয় বারের জন্য কায়েম হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইস্যুতে দলিত ও সংখ্যালঘু মুসলিমদের উপর ধারাবাহিকভাবে অসহিষ্ণুতার আঘাত নেমে আসছে । দলিত ও মুসলিমদের নানা স্থানে পিটিয়ে হত্যা , বাবরি মসজিদের স্থানে বিতর্কিত রামমন্দির নির্মাণ , গো-রক্ষা , শিক্ষাক্ষেত্রে গৈরীকরণের পর এবার মুসলিম সমাজের তালাক নিয়ে বিচার ব্যাবস্থার উপর প্রভাব খাটানো শুরু হয়েছে । আর অত্যন্ত সুকৌশলে এই সুড়সুড়িটা ( প্ররোচনা ) দেওয়া হচ্ছে মুসলিম সমাজের মধ্যে লিঙ্গ বৈষম্য সৃষ্টি করে  বিভাজন তৈরি করার উদ্দেশ্যে , যা কিনা ' ডিভাইড এন্ড রুল  ' পলিসির নামান্তর । ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ সরকার এই বিভেদ নীতির দ্বারা দেশভাগ করেছিল , ইহুদি লবি ও পশ্চিম বিশ্বের চক্রান্তে ও পৃষ্ঠপোষকতায় এইরকম বিভেদনীতির দরুন মধ্যপ্রাচ্যসহ সমগ্র মুসলিম বিশ্বে শিয়া-সুন্নি দ্বন্দ্ব ও সন্ত্রাসী কার্যকলাপ প্রকটতর  হচ্ছে এবং অসংখ্য নিরাপরাধ মানুষের মৃত্যু ঘটছে । উল্লেখ্য ইসলামি শাস্ত্রে (শতিয়ত) সুস্থ সাবালিকা নারী - সাবালক পুরুষের জন্য অবস্থাভেদে বিবাহ  - 

রোহিঙ্গারাও মানুষ !

Image
 রোহিঙ্গারাও মানুষ !                      সম্প্রতি আমি আমার এক বন্ধুর মোবাইল ফোনে ইউটিউব ( লিংক : https://goo.gl/MboSqY ) ভিডিওতে দেখছিলাম : জঙ্গলের মধ্য দিয়ে বহমান এক নদীর ধারে চরতে থাকা একপাল বুনো ষাঁড়ের দল থেকে একটাকে পায়ে কামড়ে ধরে এক কুমির জলে টেনে নামানোর প্রচন্ড চেষ্টা চালাচ্ছে, আবার মাঝে মাঝে জলে নামিয়েও আনছে । কিন্তু তার পরমুহূর্তে ষাঁড়টাও আবার পায়ে কামড়ে ধরে থাকা অবস্থায় কুমিরটাকেও ডাঙায় তুলে আনছে । দীর্ঘক্ষণ ধরে এই খাদ্য - খাদকের লড়াই এবং বাঁচার লড়াই চলতে থাকলো । তবে শেষ পর্যন্ত বাঁচার লড়াই জয়লাভ করলো । কারণ, ত্রাতার ভূমিকায় এসে পড়লো এক প্রকান্ড জলহস্তী । জলহস্তীটি কিন্তু মানুষের মত বিবেক - বুদ্ধি সম্পন্ন প্রাণী নয় , তবুও সে ষাঁড়ের কষ্ট সহ্য করতে না পেরে কুমিরকে মাথা দিয়ে এমন একটা বজ্রাঘাত হানলো যে , কুমির শেষ পর্যন্ত ষাঁড়টাকে ছেড়ে দিতে বাধ্য হলো , আর ষাঁড়টা খোঁড়াতে খোঁড়াতে জঙ্গলের মধ্যে নিজ বাসভুমিতে চলে গেল ।                      উল্লেখ্য ২০১২ সাল থেকে সাবেক আরকান বা বর্তমান রাখাইন রাজ্যে শুরু হওয়া রাষ্ট্রীয় মদতে সেনা ও বৌদ্ধ সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত রোহিঙ্গা বিরো

আর কত অত্যাচার সইবে রোহিঙ্গারা ?

Image
কলম পত্রিকাতে প্রকাশিত আমার একটি অভিমত :- (৬ই  সেপ্টেম্বর , ২০১৭; পৃষ্ঠা ৪ ) লিংক                       ২০১২ সালে মায়ানমারের রাখাইন প্রদেশে শুরু হওয়া রাষ্ট্রীয় মদতে বৌদ্ধ সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত রোহিঙ্গা - বিরোধী দাঙ্গায় হাজার হাজার মুসলিম নরনারী, শিশু, বৃদ্ধ - বৃদ্ধা খুন হয়েছে , মেয়েরা নির্যাতিত - ধর্ষিত হচ্ছে প্রতিনিয়ত । বর্বর এই হত্যালীলা বর্তমানে চরম পর্যায়ে পৌঁছেছে । এ পর্যন্ত প্রায় ১৫ লক্ষ রোহিঙ্গা মুসলিম জন্মস্থান বসতবাড়ি থেকে উচ্ছেদ হয়ে বিভিন্ন দেশের উদ্বাস্তু শিবিরে মানবেতর জীবনযাপন করছেন । কিন্তু বিশ্ববিবেক এখনও সেভাবে জেগে উঠছে না । ইরাকের কুর্দিদের বাঁচানোর জন্য কিংবা সাদ্দাম হোসেন পরমাণু বোমা বানাচ্ছেন এই অজুহাতে আমেরিকার নেতৃত্বে ন্যাটো জোট বুনো ষাঁড়ের মতো ইরাকের উপর ঝাঁপিয়ে পড়েছিল । সিরিয়ায়  রাসায়নিক অস্ত্র খুঁজতে নেমে পড়ে, সন্ত্রাসী জঙ্গি নির্মূল করতে আফগানিস্তানে টন টন বোমাবর্ষণ করে, ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে তারা । কিন্তু উত্তর কোরিয়া যখন একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে , পরমাণু বোমা , হাইড্রোজেন বোমা ফাটাচ্ছে কিংবা শান্তি নোবেলজয়ী গণতন্ত্রী মায়ান