Jammu-Kashmir and Article 370
জম্মু ও কাশ্মীর এবং ৩৭০ ধারা গত ৫ই আগস্ট সোমবার কাশ্মীরের মানুষের বিশেষ মর্যাদা দানকারি ৩৭০ ধারা প্রত্যাহারের সরাসরি বিরোধিতা করে ভারতীয় জাতীয় কংগ্রেস, বামফ্রন্ট ও ডি এম কে শিবির ।অপরপক্ষে TMC-সহ অন্যান্য বিরোধী দলগুলো সরাসরি ৩৭০ ধারা বাতিল এবং কাশ্মীরকে ভেঙে দুটি আলাদা কেন্দ্রশাসিত অনচল লাদাখ এবং কাশ্মীর করার পদ্ধতিগত ত্রুটি নিয়ে সমালোচনা করেছে ।অর্থাৎ পক্ষান্তরে তারাও এই ৩৭০ ধারা বাতিলকে সমর্থন করছেন ।এমনকি জাতীয় কংগ্রেসের একটা অংশ এই ৩৭০ ধারা বাতিলকে বিরোধীতা করতে কুন্ঠাবোধ করছেন। তবে সমালোচনার অবকাশ থাকলেও একথা বলা অত্যুক্তি হবে না যে পূর্বে জাতীয় কংগ্রেসের শাসনামলে ভারতে জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ, সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্ম নিরপেক্ষতা এবং সাধারণ মানুষের বিভিন্ন দাবি - দাওয়া ও অধিকার সংক্রান্ত পরিভাষাগুলো পাঠ্যপুস্তক, পত্র পত্রিকা, খবরের কাগজ ও অন্যান্য মিডিয়াতে প্রতিফলিত হতো এবং এইসবের চর্চা বা অনুশীলন চলতো। সেদিন ভারতের মূল সুর ছিল, ' Unity in diversity' অর্থাৎ বৈচিত্রের মধ্যে ঐক্য ।আর আজ হিন্দুত্ববাদী RSS নিয়ন্ত্রিত নরেন্দ্র মোদী পরিচালিত এন ডি এ তথা BJP...