Want Job, not Statue !
মূর্তি নয় , কাজ চাই
বর্তমান ভারতে নরেন্দ্র মোদী তথা বি.জে.পি. সরকারের আমলে বিভিন্ন জায়গার মুসলিম ঘেঁষা নাম পরিবর্তনের সাথে সাথে দেশের নানা স্থানে বহুকোটি টাকা ব্যয় করে মহাপুরুষ-রাজপুরুষদের গগনচুম্বী মূর্তি স্থাপনের হিড়িক পড়ে গেছে এবং তাতে দেশের অর্থসম্পদ যে ধংস হচ্ছে তাতে সেদিকে নেতৃবৃন্দের কোনো ভ্রূক্ষেপ নেই । একদিকে দেশে সীমাহীন বেকারত্ব, দারিদ্রতা, মূল্যবৃদ্ধি, শিল্প-কলকারখানা শিক্ষা চিকিৎস্যাসহ বিভিন্ন জনকল্যাণমূলক পরিষেবার প্রচন্ড ঘাটতি আর অপর দিকে নোটবন্দি, জি.এস.টি., আধার কার্ড, এন.আর.সি., মবলিনচিং, গোসন্ত্রাস (রক্ষক), কুশাসন, সীমাহীন দুর্নীতির ধাক্কায় সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত । এক আন্তর্জাতিক সমীক্ষায় প্রকাশ পেয়েছে : 'ক্ষুধা সূচকে' ১১৯টি দেশের মধ্যে ভারতের স্থান ১০৩ তম এবং তা এমনকি নেপাল, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলংকারও নিচে । সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর এক তথ্য অনুযায়ী জানা গেছে যে বিগত ১৯৯৫-২০১৫ পর্যন্ত এই ২০ বছরে এদেশে ৩.১ লক্ষ কৃষক দেনার দায়ে সর্বশান্ত হয়ে আত্মঘাতী হয়েছেন । আর শুধু গত বছরে ভারতে আত্মহত্যা করেছেন ৫৬৫০ জন কৃষক । মোদী সরকারের রাফায়েল কেলেঙ্কারি, বড় বড় শিল্পপতিদের ব্যাঙ্কের আর্থিক সুবিধা বেনিয়মে পাইয়ে দেওয়া দেশবাসী প্রত্যক্ষ করছেন । এদিকে যখন বিজয় মালিয়া, নীরব মোদী, নীতিন সানডেসারা প্রমুখ বেশ কিছু লুঠেরা দেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাড়ি জমাচ্ছেন, তখন কিনা ৩৬০০ কোটি টাকা ব্যয়ে গুজরাটের সর্দার সরোবর বাঁধের কাছে লৌহমানব বলে খ্যাত সর্দার বল্লভভাই প্যাটেলের ১৮২ মিটার সুউচ্চ মূর্তি নির্মাণ করা হলো এবং তারও থেকে বেশি অর্থ ব্যয়ে মুম্বাইয়ে আরব সাগরের ধারে ছত্রপতি শিবাজীর মূর্তির কাজ চলছে; আবার সেইসাথে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন অযোধ্যায় সরযূ নদীর তীরে ৪৯৫ ফুট উচ্চ রাম মূর্তি স্থাপন করা হবে । তবে আশা করা যায় হিন্দু-মুসলিম বিভাজন সৃষ্টিকারী মুসলিম বিদ্বেষী মূর্তি-সংস্কৃতি জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মহলে কখনো স্বীকৃতি পেতে পারে না । যদিও আমি মূর্তি-সংস্কৃতির সমর্থক নই, তবু বলছি একান্তই যদি মূর্তি বানাতে হয় তবে রাজা রামমোহন রায় (সতীদাহ প্রথা বিরোধী), পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (বিধবাবিবাহ রূপকার), রানী লক্ষীবাঈ (সিপাহী বিদ্রোহের নেত্রী), পন্ডিতা রমাবাঈ (সমাজ সংস্কারক), ব্যারিস্টার দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ (স্বাধীনতা সংগ্রামী) প্রমুখের মূর্তি নির্মাণ পরিমিত ব্যয়ে করলে ভালো হতো ।
পরিশেষে জানাই,
মূর্তি মানুষকে অমর করে না, অমরত্ব দেয় তাঁর নীতি ও আদর্শ ।
উল্লেখ্য হজরত মুহাম্মাদ (সঃ) এর মূর্তি তো দূরের কথা, কোনো ছবি পর্যন্ত নেই, তবু তিনি কিন্তু সারা বিশ্বের ২৫০ কোটির অধিক মানুষের হৃদয়ে অধিষ্ঠিত ।।
Wise words. Carry on
ReplyDeleteThank You
DeleteThe article is undoubtly praiseworthy to the wise.......
ReplyDeleteThank You. Please subscribe.
Delete