মুসলিম সব অপমান সহিতে পারলেও রসূলুল্লাহ অপমান সহিতে পারে নারসুলের অপমান সইতে

 সম্প্রতি বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা ও টেলিভিশন প্রকৌশলী নবীন কুমার জিন্দাল নবীজীর  চরিত্র ও  মা আয়েশার বিবাহের বয়স সংক্রান্ত বিষয় নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করে। তারফলে  ভারতের উত্তর প্রদেশের কানপুর, তেলঙ্গানার হায়দ্রাবাদ, বিহারের রাচি, পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়া, ধূলাগড় ও অন্যান্য স্থানে বিক্ষোভ প্রতিবাদ ছড়িয়ে পড়ে। কিছু স্থানে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়, পাথর নিক্ষেপের ঘটনাও ঘটে, রাস্তায় টায়ার জ্বালানোর ঘটে! সবচেয়ে  দুর্ভাগ্যজনক ঘটনা পুলিশ  গুলিতে ঝাড়খন্ডের রাচিতে ষোলো বছরের মুদাসসর শহীদ হন।  নিহত মুদাসসরের  বিধ্বস্ত মায়ের বুকফাটা আর্তনাদ, "উসকা ক্যায়া কসুর থা? " ওর কি অপরাধ ছিল❓উল্লেখ্য পুলিশ সরাসরি মুদাসসরের মাথায় গুলি করে। এখন প্রশ্ন হলো পুলিশ কেন  হাটুর নিচে গুলি না করে মাথায় গুলি করলো?কেন পুলিশ পেশাগত দক্ষতার পরিচয় দিল না।❓ তাহলে কি ধরে নিতে হবে যে বিজেপি পরিচালিত সরকারের পুলিশ নুপূর শর্মা ও নবীন কুমার জিন্দালদের গ্রেফতার না করে   বরং নিরাপত্তা দিয়ে পরোক্ষভাবে দেশের মধ্যে অশান্তি জিইয়ে রাখলো। নবী করিম (সা)-এর অপমানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণ বাইরে চলে য়ায়। যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, যার নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে "সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম " এই দরুদ পাঠ করলে না তাকে সবচেয়ে হতদরিদ্র বলা হয়, তাঁর অপমান কেমনে সহিবে মুসলমান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যথার্থই  বলেছেন, "রসুলের অপমানে যদি/কাদে না তোর মণ/মুসলিম নই মুনাফিক তুই/রসুলের দুশমন! "





Comments

Popular posts from this blog

Solution To Rohingya Crisis

What's Modi's Thinking and Reality ?

Want Job, not Statue !