Linguistic Terrorism in India
ভারতে নয়া সন্ত্রাস 'ভাষা সন্ত্রাস': সৌজন্যে ভারতীয় জনতা পার্টি ও আর. এস. এস বাঙালি হিন্দুদের সবচেয়ে বড়ো উৎসব শারদ উৎসবকে কেন্দ্র করে যখন এই বাংলায় একটা আনন্দময় পরিবেশ ফুটে উঠছে, হিন্দু - মুসলিম সকলে মিলে যখন একটা সম্প্রীতির বাতাবরনে সেই আনন্দ উপভোগ করার প্রস্তুতি নিতে শুরু করেছে ঠিক এমন একটা সময়ে গত 1 অক্টোবর মঙ্গলবার কলকাতায় এসে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ হুংকার ছাড়লেন, এন আর সি ইস্যুতে মুসলিম ছাড়া অন্যদের দেশ ছাড়তে হবে না। অর্থাৎ জাতীয় নাগরিক পনজীর,Nation Register of Citizens - এর বিষয় নিয়ে তিনি মুসলিমদের আতংকগ্রস্ত করে হিন্দুদের সাথে অবশিষ্ট অন্যান্য ধর্মীয় সম্প্রদায় যথা বৌদ্ধ, জৈন ও খ্রিস্টানদের আশ্বস্ত করে গেলেন। প্রকাশ্যে তিনি মুসলিমদের বিরুদ্ধে এমন কুরুচিপূরন কুবাক্য বলে বাংলায় এসে পন্ডিত ঈশ্বরচনদরো বিদ্যাসাগরের দ্বিশতবরষে তার আপ্তবাক্য, 'কখনো কুবাক্য বলিও না' অমান্য করে তিনি শুধু পন্ডিত মশাইকে অপমান করলেন না,সেইসঙ্গে ভারতীয় সংবিধান, সংস্কৃতি ও গনতন্ত্রকে অপমান করে নিজ পদের অমর্...