Posts

Showing posts from December, 2018

Hug HEAVENLY Kashmir with LOVE, NOT by BULLETS

বুলেট দিয়ে নয়, ভূস্বর্গ কাশ্মীরকে আগলাতে হবে ভালবাসা দিয়ে । । সম্প্রতি এক রিপোর্টে প্রকাশ পায় যে, ৫৭টি মুসলিম দেশ নিয়ে গঠিত অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স অর্থাৎ ও.আই.সি. গত শনিবার ১৫ই ডিসেম্বর দক্ষিণ কাশ্মীরে খারপোরা এলাকায় সেনা অভিযানে সাতজন সাধারণ নাগরিকের হত্যা র তীব্র নিন্দা জানায় । ও.এই.সির মানবধিকার কমিশন গত সোমবার এক জরুরি বৈঠকে কাশ্মীরে নিরীহ মানুষদের নির্বিচারে হত্যার ঘটনাকে সন্ত্রাসী কাজ বলে অভিহিত করেছে ।এবং ভারতীয় সেনাকে এই ধরণের নির্বিচারে হত্যা থেকে বিরত থাকার আবেদন জানিয়েছে । তাছাড়া তাদের মানবধিকার শাখা ভারত সরকারের কাছে অনুমতি চেয়েছে কাশ্মীরে একটা তথ্য অনুসন্ধানী দল পাঠাবার জন্য । উল্লেখ্য সাম্প্রতিক সেনা অভিযানে পুলওয়ামার সিরনু গ্রামে ১১ জনের মৃত্যু হয় । তারমধ্যে ৩জন ছিল জঙ্গী, ১জন সেনা ও ৭জন নিরীহ গ্রামবাসী । প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায় সেদিন সেনা বাহিনী সাধারণ মানুষকে "মানব ঢাল " হিসাবে ব্যবহার করেছিল, যেমনটি ইতিপূর্বে সেনাবাহিনী একজন মানুষকে জীপের সামনে বেঁধে এলাকায় ঘুরিয়েছিল । তবে সেনা-পুলিশ জানায় এনকাউন্টারের সময় সাধারণ মানুষ সামনে প...