Want Job, not Statue !
মূর্তি নয় , কাজ চাই বর্তমান ভারতে নরেন্দ্র মোদী তথা বি.জে.পি. সরকারের আমলে বিভিন্ন জায়গার মুসলিম ঘেঁষা নাম পরিবর্তনে র সাথে সাথে দেশের নানা স্থানে বহুকোটি টাকা ব্যয় করে মহাপুরুষ-রাজপুরুষদের গগনচুম্বী মূর্তি স্থাপনের হিড়িক পড়ে গেছে এবং তাতে দেশের অর্থসম্পদ যে ধংস হচ্ছে তাতে সেদিকে নেতৃবৃন্দের কোনো ভ্রূক্ষেপ নেই । একদিকে দেশে সীমাহীন বেকারত্ব, দারিদ্রতা, মূল্যবৃদ্ধি, শিল্প-কলকারখানা শিক্ষা চিকিৎস্যাসহ বিভিন্ন জনকল্যাণমূলক পরিষেবার প্রচন্ড ঘাটতি আর অপর দিকে নোটবন্দি, জি.এস.টি., আধার কার্ড, এন.আর.সি., মবলিনচিং, গোসন্ত্রাস (রক্ষক), কুশাসন, সীমাহীন দুর্নীতির ধাক্কায় সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত । এক আন্তর্জাতিক সমীক্ষায় প্রকাশ পেয়েছে : ' ক্ষুধা সূচকে ' ১১৯টি দেশের মধ্যে ভারতের স্থান ১০৩ তম এবং তা এমনকি নেপাল, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলংকারও নিচে । সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর এক তথ্য অনুযায়ী জানা গেছে যে বিগত ১৯৯৫-২০১৫ পর্যন্ত এই ২০ বছরে এদেশে ৩.১ লক্ষ কৃষক দেনার দায়ে সর্বশান্ত হয়ে আত্মঘাতী হয়েছেন । আর...