Posts

Showing posts from September, 2018

বিচার ব্যবস্থা সভ্য সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ

বিচার ব্যবস্থা সভ্য সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ অবিচ্ছেদ্য                             বিশ্ববিবেক জাগ্রত করতে, অন্যায় গন - নিধন যজ্ঞের বিরুদ্ধে যখন কোনো আওয়াজ ওঠে, তখন ন্যায় ও সত্যের পক্ষে সর্বোৎকৃষ্ট পথ হল সেই প্রতিবাদী আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে তোলা । আর তা হোক না মুখের মাধ্যমে, কলমের মাধ্যমে, লেখনীর মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আইনের মাধ্যমে, প্রয়োজনে অস্ত্রের সাহায্যে বল প্রয়োগের মাধ্যমে । কেননা আমরা জানি বুনো জানোয়ার কিম্বা বাঁকা পথ বেয়ে চলা সাপ সোজা হয় লাঠির মাধ্যমে । বিগত ২০১৭ সালের  রোহিঙ্গা মু২৫শে আগস্ট থেকে শুরু হওয়া মায়ানমারের রাখাইনে মুসলিমদের উপর নোবেলজয়ী সু-কি সরকারের বর্বর সেনা অভিযানে এবং বৌদ্ধ উগ্রপন্থীদের চরমতম নৃশংসতা য় প্রায় ২৫ হাজার শিকার হন এবং প্রায় ৮ লক্ষ ভূমিপুত্র রোহিঙ্গা মুসলিম দেশছাড়া হন । যাইহোক দীর্ঘ প্রতীক্ষার পর গত ৬ই আগস্ট International Criminal Court   অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ আদালত   বা আই.সি.সি. এর...